ক্রিকেট খেলাটাই যেন কেমন!
ঘুরেফিরে ব্যাটসম্যানদেরই খেলা। দিনশেষে ব্যাটসম্যানদের কৃতিত্বটাই কেন যেন বড় করে দেখা হয়। নইলে কী আর গতকালকের ফাইনালে যশপ্রীত বুমরা ম্যাচসেরা না হয়ে পারেন!
যিনি কালকের ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন, সেই বিরাট কোহলির অবদানও কম নয়। ৫৯ বলে ৭৬ রানের ইনিংস খেলে দলকে টেনেছেন। ১৭৬ রানের একটা সংগ্রহ দিয়েছেন। কিন্তু বুমরা-কোহলির অবদান পাশাপাশি রাখলে, আপনি কার পক্ষে ভোট দেবেন?
কোহলির ওই ইনিংসের পরও প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার একটা সময়ে প্রয়োজন ছিল ৩০ বলে ৩০ রান। টি-টোয়েন্টিতে রান তাড়ায় যখন কোনো দলের শেষ ৫ ওভারে বলপ্রতি ১ রান করে প্রয়োজন হবে, তখন নিঃসন্দেহে আপনি আগে ব্যাট করা দলের সংগ্রহটাকে যথেষ্ট বলবেন না!